TechJano

৬ ক্যামেরার অপো এ ৯২এস বাজারে আসছে

স্মার্টফোনের জগতে আরও একধাপ এগিয়ে দুর্দান্ত ডিসপ্লে আর ছয়টি ক্যামেরায় এলো নতুন অপো এ ৯২এস। এতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। চীনের বাজারে ফোনটি অবমুক্ত করার ঘোষণা করা হয়েছে। নতুন এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। দুর্দান্ত এই ডিসপ্লেতে থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেট।

৫ জি কানেক্টিভিটিসহ এই ফোন বিক্রি শুরু হবে ২৯ এপ্রিল। ইতোমধ্যেই চীনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। অপো এ ৯২এস এর পেছনে থাকছে চারটি ক্যামেরা। এছাড়া সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। চীনের বাজারে ফোনটির দাম ২১৯৯ ইয়েন থেকে শুরু। কালো ও সাদা রঙে পাওয়া যাবে নতুন এই স্মার্টফোনটি।

অপোর ওয়েবসাইটে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে জানা গেছে, এতে রয়েছে বড় ডিসপ্লে এবং ইউএসবি টাইপ সি পোর্ট। সঙ্গে থাকছে শক্তিশালী ব্যাটারিও।

Exit mobile version