TechJano

৭০০০ টাকা পর্যন্ত ছাড় ও উপহার অপো ফ্যানস ফেস্টিভ্যাল উপলক্ষে

ফ্যানদের আরো কাছে পৌঁছে যেতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো সম্প্রতি ‘অপো ফ্যানস ফেস্টিভ্যাল’ শুরু করেছে। এই ফেস্টিভ্যাল উপলক্ষে সম্প্রতি বাজারে উন্মোচন হওয়া অপোর এফ১৭ সিরিজের (এফ১৭ প্রো ও এফ১৭) ওপর থাকছে বিশাল ডিসকাউন্ট। ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গ্রাহকরা এই ফোন দু’টির যেকোনটি ক্রয়ে ৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

এই ডিসকাউন্ট এখন যেকোনো অপো স্টোর এবং অনলাইন কেনাকাটার ক্ষেত্রে উপভোগ করা যাবে। এই দুটি ফোনের যেকোন একটি কেনার ক্ষেত্রে গ্রাহকরা ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত গ্যারান্টিড ক্যাশব্যাক পাবেন। এর পাশাপাশিই থাকছে পুরানো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ক্যাশ ডিসকাউন্ট উপভোগের সুযোগ।

এছাড়াও নতুন গ্রাহকরা বাংলালিংক থেকে ১২ জিবি ডেটা বান্ডেল প্যাক উপভোগ করতে পারবেন, যার ১ বছর পর্যন্ত মেয়াদ থাকবে এবং রবি থেকে ৬ মাসের মেয়াদসহ ১০ জিবি ডেটা প্যাক পাবেন। উপরন্তু, গ্রাহকরা মাত্র ৩৯৯ টাকায় ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট উপভোগ করতে পারবেন, যার সাধারণ মূল্য ৬,০০০ টাকা। এই অফারটি ফোন কেনার প্রথম ৬ মাসের জন্য প্রযোজ্য।

এ ফেস্টিভ্যালের অধীনে আরো চলছে অপোর ‘পোর্ট্রেট প্রো’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে অপো এফ১৭ সিরিজের ব্যবহারকারীরা বিভিন্ন মোড ব্যবহার করে কীভাবে আকর্ষণীয় পোর্ট্রেট তুলতে পারবেন তা দেখানো হচ্ছে এবং ফ্যানরা তাদের তোলা ছবি দিয়ে এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। ফটোগ্রাফি প্রতিভা প্রদর্শন করে ফ্যানরা এ ক্যাম্পেইনে জিতে নিবেন অপো এফ১৭ প্রো এবং অপো এনকো ডাব্লিউ৫১।

একটি নেতৃস্থানীয় ব্র্যান্ড হিসেবে অপো সবসময় ফ্যানদের সাথে যুক্ত থাকতে আগ্রহী। অপো খুব সহজেই অনলাইনে নানান ইন্টার‍্যাক্টিভ ক্যাম্পেইন দিয়ে ফ্যানদের সাথে যোগাযোগ বাড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য অপো ফ্যানদের মধ্যে থেকে অ্যাম্বাসাডর নির্বাচন করে। তাছাড়া ফ্যান ফেস্টিভ্যালে ‘ও ফ্যানরা’অসংখ্য অফার উপভোগ করতে পারবেন।

এই ফেস্টিভ্যালের চমৎকার সব অফার ও নানান ক্যাম্পেইন সম্পর্কে আরো জানতে চোখ রাখতে হবে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক প্লাটফর্মে (https://www.facebook.com/oppobangladesh)। এর সাথে ‘পোর্ট্রেট প্রো’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে এই লিংকটি ভিজিট করুন: https://facebook.com/oppobangladesh/videos/382180256473193/

অপো: বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো এর ক্রেতাদের শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্যে একটি নিবেদিত প্রতিষ্ঠান। তারুণ্য, নতুন ট্রেন্ড/প্রবণতা সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরো অসাধারন অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই তার গ্রাহকদের জন্যে নিয়ে আসে সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রোডাক্ট। এই ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয় ‘সেলফি বিউটিফিকেশন’ এর এক নতুন যুগ।

স্মার্টফোন জগতে নিজেদের এক ভিন্ন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ‘অপো’ নিয়ে এসেছে ‘মোটোরাইজড রোটেটিং’ ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার, ৫এক্স ডুয়াল ক্যামেরা জুম প্রযুক্তি। ২০১৬ সালে ‘অপো’র সেলফি-বিশেষজ্ঞ খ্যাত ‘এফ’ সিরিজ বাজারে আসার পরপরই স্মার্টফোন জগতে সেলফি তোলার প্রবণতা সৃষ্টিতে অগ্রগ্রামী ভূমিকা রাখে অপো। ২০১৭ সালে আইডিসি এর র‍্যাংকিং অনুসারে অপো বিশ্বের চতুর্থ সেরা স্মার্টফোণ ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে ৪০টি দেশে ২০ কোটির অধিক গ্রাহক আর ৪,০০,০০০ এর অধিক স্টোর আর বিশ্বজুড়ে ৪টি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের মিশেলে বিশ্বজুড়েই তরুণদেরকে স্মার্টফোন ফটোগ্রাফিতে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিয়ে চলেছে অপো।

Exit mobile version