TechJano

অনর পপ-আপ সেলফি ক্যামেরার ফোন আনল

পপ-আপ সেলফি ক্যামেরার নতুন ফোন আনল অনর। মডেল অনর নাইন এক্স প্রো। এই ফোনে গুগলের মোবাইল সার্ভিসের পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব হুয়াওয়ে মোবাইল সার্ভিস থাকছে। যদিও নতুন ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমেই চলবে। এই ফোনের পেছনে তিন ক্যামেরা রয়েছে। ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাচ্ছে।

অনরের নতুন এই ফোন অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে ইএমইউআই ৯.১ ইউজার ইন্টারফেস। এই ফোনে গুগল প্লে স্টোর থাকছে না। ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। সঙ্গে রয়েছে কিরিন ৮১০ চিপসেট, ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

অনর নাইন এক্স প্রো ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে থাকছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, টাইপ সি পোর্ট। নিরাপত্তার জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাকআপের জন্য আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

Exit mobile version