ই-কমার্স

অনলাইন কেটাকাটায় এখন মিষ্টি

By Baadshah

September 07, 2018

অনলাইনে কেনাকাটা বাড়ছে। মানুষ এখন অনলাইনে নানা জিনিস কিনছে।অনলাইনে কেনাকাটার ধরনও বাড়ছে। মানুষ এখন অনলাইনে মিষ্টি কিনছে।অনলাইনে মিষ্টি বিক্রির ক্ষেত্রে ক্ষীরমোহন ডটকম এখন পরিচিত নাম।

অনলাইনে ক্ষীরমোহন ক্রেতারা বলছেন, অনলাইনে প্রযুক্তির সহায়তা নিয়ে তাঁরা বিখ্যাত মিষ্টির সন্ধান পাচ্ছেন। মানুষের স্বাদ বদেলেছে। মানুষ এখন অনলাইন মুখী। ঢাকার বাইরের মানুষও অনলাইনে এ ধরনের সেবার দিকে ঝুঁকেছে। এ হার দেশের বিভাগীয় শহরগুলোতে তুলনামূলক ভাবে বেশি।

ক্ষীরমোহন ডটকমের( www.khirmohon.com) প্রধান নির্বাহী রূপম রাজ্জাক বলেন, তথ্যপ্রযুক্তির যুগে এখন সবাই ঘরে বসে দেশের বিভিন্ন এলাকার বিখ্যাত খাবার পেতে চান। এই চাহিদা মেটাতে যাত্রা শুরু করেছে ক্ষীরমোহন। কুড়িগ্রামের উলিপুরের মিষ্টান্ন ক্ষীরমোহন এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। রাজধানীর মধ্যে অনলাইনে এ মিষ্টির ফরমাশ দিলে ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে দিচ্ছে ক্ষীরমোহন ডট কম।

রূপম রাজ্জাক বলেন, এখন থেকে অনলাইনে অর্ডার দিয়ে পাওয়া যাবে স্বনামধন্য উলিপুরের মিষ্টান্ন ক্ষীরমোহন। অর্ডার করার পর পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ ২৪ ঘণ্টা।

কুড়িগ্রাম জেলার উলিপুরে ১৯৫৮ সাল থেকে তৈরি এই ক্ষীরমোহন এখন দেশের বাইরেও রপ্তানি হচ্ছে ঠিকানা : www.khirmohon.com