ই-কমার্স

অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউজ ‘ব্লুচিজ’ যাত্রা শুরু করল

By Baadshah

December 30, 2021

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ইমপেটাস লাউঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু হল অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউজ ‘ব্লুচিজ’ এর (https://blucheez.com.bd) পথ চলা। ২৮ ডিসেম্বর বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান কেক কেটে ব্লুচিজ-এর আনুষ্ঠানিক পথ চলার শুভ সূচনা করেন। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রেতাদের চাহিদা ও অভিনব ডিজাইনের কথা মাথায় রেখে ব্লুচিজের অনলাইন স্টোরে রয়েছে অপূর্ব পোশাকের সমাহার। ব্লুচিজে ছেলেদের সংগ্রহে রয়েছে- বিভিন্ন রং ও ডিজাইনের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবী, পাজামা, সোয়েটার, হুডি, জ্যাকেট এবং ডেনিম জীনস্ ও ক্যাসুয়াল প্যান্ট। মেয়েদের জন্য রয়েছে কুর্তি, টপস্, চিনো প্যান্ট, ডেনিম জীনস্ ও ক্যাসুয়াল প্যান্ট।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সিমিন জামান বলেন, আমরা বিশ্ব মানের ফ্যাশন ট্রেন্ডকে তুলে আনার লক্ষ্যে অনলাইন প্রক্রিয়াকে প্রধান্য দেওয়া হবে। পাশাপাশি পণ্যের গুনগত মান অক্ষুন্ন রাখার জন্য ফেব্রিকগুলো ল্যাব টেস্টে মান যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনলাইনে অর্ডারের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং পণ্যের অর্ডারের পর ক্রেতার হাতে তুলে দেবার সময় বিশেষ ব্যবস্থায় পাঠানো হবে। এতে ক্রেতার সমর্থকে প্রাধান্য দেওয়া হবে এবং ভুল অর্ডারের সংখ্যা এবং পণ্য বিনিময়ের সংখ্যা হ্রাস পাবে। এবং প্রতি অর্ডারের ক্ষেত্রেই ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে।