TechJano

অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শুরু হতে বাকি মাত্র দুই দিন। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। দেশি খেলোয়াড়েরা তো বটেই, প্রথম ম্যাচ থেকে খেলবেন এমন অধিকাংশ বিদেশিও এরই মধ্যে ঢাকায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা।

সাবেক অধিনায়কের অনুশীলনে না থাকা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। তবে সিলেট স্ট্রাইকার্স এখনই তাঁকে নিয়ে আশা ছাড়ছে না। মাশরাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন।

Exit mobile version