আসন্ন ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে উদযাপন করতে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজন করছে বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট ২০২১। ১৫ এবং ১৬ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। আয়োজনটির ওয়েবিনার সিরিজগুলোতে যোগদান করবেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ বক্তারা যারা মূলত আলোচনা করবেন তরুণদের দক্ষতা বৃদ্ধির নানা দিকগুলো নিয়ে।
অনুষ্ঠানটির আয়োজন সহযোগী হিসেবে থাকছে ইয়ুথ হাব , বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন সোসাইটি, জেসিআই ঢাকা ওয়েস্ট, ইয়ুথ ইন ডিজিটাল এওয়ারনেস, বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন, বিগ ভেনচারস, ফ্রিপ্রিনিউয়ার এবং নিউজ ৩৬০ বিডি ডট কম।
এছাড়াও আয়োজনটির সার্বিক সহযোগীতায় রয়েছে থাকছে আইসিটি ডিভিশন, এলআইসিটি প্রজেক্ট, দুর্বার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
আয়োজকরা জানিয়েছেন এই ফেষ্টিভালে সর্বমোট সাতটি সেশন থাকছে যেগুলো পরিচালনায় থাকবেন ইমরান ফাহাদ, সুমাইয়া জামান, পাভেল সারওয়ার, মুহাম্মাদ আলতামিশ নাবিল, স্বাধীন খান মোহাম্মাদ নকিব, জামিল আহমেদ এবং রবিউল ইসলাম রবি।
১৫ জুলাই সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইতো নওকি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক মালয়েশিয়ার সিসিও আরশাদুল হাসান, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।
ফেষ্টটির সবগুলো সেশনই লাইভ দেখা করা যাবে ইন্সপায়ারিং বাংলাদেশ সহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেইজে।