নতুন পন্য

অপোর নতুন ১০ জিবি RAM ফোনের দাম কত?

By Baadshah

September 28, 2018

জুন মাসে লঞ্চ হয়েছিল অপো ফাইন্ড এক্স। এখন আপাতত ৮ জিবি পর্যন্ত RAM রয়েছে এই ফোনে। এ ফোনের ১০ জিবি র্যাম সংস্করণ আসছে। বিশ্বের প্রথম 10GB RAM এর স্মার্টফোনের তকমা পেতে চলেছে অপো ফাইন্ড এক্স। ইতিমধ্যেই চিনের এক সার্টিফিকেশা ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। জুন মাসে লঞ্চ হয়েছিল অপো ফাইন্ড এক্স। ইতিমধ্যেই ভারতে বিক্রি এই ফোন। অপো ফাইন্ড এক্স এর নতুন ভেরিয়েন্টে থকবে 10GB RAM আর 256GB স্টোরেজ। যদিও এই ফোন লঞ্চ সম্পর্কে অফিশিয়ালি কিছু জানায়নি অপো। অপো ফাইন্ড এক্স এর ভিতরে রয়েছে একটি 3645 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভারতে 59,990 টাকায় Oppo Find X এর 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনা যায়। Oppo Find X স্পেসিফিকেশান ডুয়াল সিম অপো ফাইন্ড এক্স এ চলবে লেটেস্ট ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব কালার ওএস ৫.১ স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.42 ইঞ্চি 19.5:9 ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.8%। অপো ফাইন্ড এক্স এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে একটি Adreno 630 GPU আর 8GB RAM। এর সাথেই অপো ফাইন্ড এক্স এ থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ। একটি স্লাইডারের মধ্যে এই ফোনের ক্যামেরা গুলি রয়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 16MP প্রাইমারী সেন্সার। প্রাইমারী সেন্সারে OIS সাপোর্ট থাকছে। এছারাও রিয়ার ক্যামেরায় রয়েছে একটি 20MP সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবিকে আরও ভালো করে তোলার ক্ষমতা রয়েছে। অপো ফাইন্ড এক্স এর সামনে রয়েছে একটি 25MP সেলফি ক্যামেরা। এর সাথেই থ্রি ডি ফেস আনলকের জন্য রয়েছে আলাদা সেন্সার। অপো ফাইন্ড এক্স এর ভিতরে রয়েছে একটি 3730 mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে VOOC ফাস্ট চার্জিং।