রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ক্যাম্পেইন আয়োজন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। ক্যাম্পেইনের অংশ হিসেবে ইফতারের ছবি ফেসবুকে শেয়ার করে জিতে নেওয়া যাবে আকর্ষণীয় উপহার।
করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় সারা দেশে মানুষ ঘরে অবস্থান করছে। ফলে প্রতি বছরের মতো এবার সেই চেনা আমেজ চোখে পড়ছে না। ঘরে অবস্থান করায় বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে ইফতার করার সুযোগও নেই।
তবে একসাথে ইফতার করতে না পারলেও ছবি তুলে ইফতারের মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ার সুযোগ করে দিতেই অপোর এই আয়োজন। অপোর ফেসবুক পেজে থাকা ক্যাম্পেইন পোস্টে ইফতারের ছবি শেয়ার করে যে কেউ এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ছবি শেয়ার দিতে হবে #StayHomeStaySafe ও #ShareLoveWithOPPO হ্যাশট্যাগ ব্যবহার করে।
৩ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১২ মে পর্যন্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং তাঁরা পাবেন অপোর পক্ষ থেকে বিশেষ উপহার।
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে অপো বাংলাদেশের ফেসবুক পেজ (facebook.com/oppobangladesh) থেকে।