জনপ্রিয়

অপোর ফোল্ডেবল ফোনে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জার থাকছে

By Baadshah

October 19, 2021

স্মার্টফোন ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই বাজারে একাধিক ফোল্ডেবল ফোন ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার চেষ্টা করছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি অপো। ৪ হাজার ৫০০ এমএএইচের ব্যাটারির স্মার্টফোনটির সঙ্গে থাকছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

কম তাপমাত্রায় পরিচালিত পলিক্রিস্টালাইন অক্সাইড (এলটিপিও) ডিসপ্লে যুক্ত একটি ভাঁজযোগ্য স্মার্টফোন নিয়ে কাজ করছে অপো। ফোনটি কালার ওএস১২ ইউজার ইন্টারফেস ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে।

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, অপোর ফোল্ডিং ফোনে ওলেড ডিসপ্লে প্যানেল দেওয়া হবে, যার দৈর্ঘ্য থাকবে ৭.৮ – ৮ ইঞ্চি। আবার এই স্ক্রীন ২কে রেজিলিউশন অফার করবে, এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর এবং সামনে দেখা যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড কালারওএস ১২ কাস্টম স্কিনে রান করবে।