TechJano

অবৈধভাবে বিদেশ গেলে যে পরিণতি হয়

কর্মসংস্থানের আশায় আমরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাই। তবে তা অবশ্যই বৈধভাবে হতে হয়। কেননা অবৈধভাবে বিদেশ গেলে পরিণতি খুব ভয়ানক হতে পারে। তাই কাজের সন্ধানে বিদেশ যাওয়ার আগে পরিণতি ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আসুন জেনে নেই পরিণতি ও চ্যালেঞ্জ সম্পর্কে—

পরিণতি
১. অবৈধভাবে বিদেশ গেলে অবৈধ হয়েই বসবাস করতে হয়
২. দেশে ফেরত আসা অনিশ্চিত হয়ে যায়
৩. দেশ থেকে সাহায্য করাও কঠিন হয়ে যায়
৪. কখনো কখনো নিরুদ্দেশ হতে পারেন
৫. শারীরিক নির্যাতনের শিকার হতে পারেন
৬. অসাধু চক্রের কবলে পড়ে অপরাধ জগতে অনুপ্রবেশ হতে পারে
৭. মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বোর্ড ও দূতাবাসের সহযোগিতা দেওয়া সম্ভব হয় না
৮. জেল ও জরিমানা হয়
৯. চিকিৎসা সেবা পাওয়া যায় না
১০. ফিঙ্গার প্রিন্ট থাকায় পুনরায় বিদেশ যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।

কর্মসংস্থানে চ্যালেঞ্জ
১. জীবনের অনিরাপদ ও অনিশ্চিত যাত্রা শুরু
২. অভিবাসন ব্যয় নিশ্চিত বেড়ে যাবে
৩. যেকোনো বিপদে সরকারের সাহায্য পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়
৪. দালাল প্রায়ই টাকা নিজে নিতে আগ্রহী
৫. বিদেশ গমনে বা বিদেশে সমস্যা হলে দালালের দায়িত্ব এজেন্সি নিতে চায় না
৬. কেবল জনশক্তি করিয়ে দেওয়ার অজুহাত দেখিয়ে এজেন্সি দায় এড়াতে চায়।

Exit mobile version