নতুন পন্য

অভিনব এক বৈদ্যুতিক স্কুটার আনছে হুন্ডাই!

By Baadshah

July 15, 2018

আইওনিক নামের বৈদ্যুতিক স্কুটার আনার লক্ষ্যে কাজ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্ডাই। সিইএস ২০১৭ চলাকালে এমন ধরনের একটি স্কুটার দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু পরবর্তীতে এটি নিয়ে আর কোনো কথা শোনা যায়নি। এবার প্রতিষ্ঠানের এক পেটেন্ট আবেদন থেকে আবারও ইঙ্গিত পাওয়া গেছে স্কুটারটির। শুক্রবার এমন ধরনের একটি স্কুটারের পেটেন্ট আবেদন জমা দিয়েছে কোরিয়ান প্রতিষ্ঠানটি।

দুই বছর আগে যে স্কুটারটি দেখানো হয়েছিল তা পায়ের প্যাড বা বৃদ্ধাঙ্গুলির সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। চাইলে এটিকে ভাঁজ করে ফিতা দিয়ে কাঁধে বহনও করা যাবে। গাড়ি থেকে অল্প দূরত্বে চলাচলের জন্য ব্যবহার করা যেতে পারে এই স্কুটার। এছাড়া শহরের যেসব জায়গায় গাড়ি চলতে পারে না সেসব জায়গাগুলোতেও এটি ব্যবহার করা যেতে পারে। এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছিল।

পেটেন্ট আবেদনে আগের মতো ভাঁজ করে রাখার ফিচার দেখানো হয়েছে। গাড়ির কোন জায়গায় এটি চার্জ দেওয়া যাবে তা স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে এ কারণেই পেটেন্ট আবেদন করতে এতোটা সময় নিয়েছে হুন্ডাই।