ক্যারিয়ার

অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বৃত্তি দেবে, কিভাবে পাবেন

By Baadshah

August 07, 2018

অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পিএইচডি প্রোগ্রামে পূর্ণ বৃত্তি প্রদান করবে। ম্যাকুয়ারি ইউনিভার্সিটির পরিচালক মিস ক্যাথে হামফ্রির নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মকর্তাদের জন্য ম্যাকুয়ারি ইউনিভার্সিটি স্বল্পমেয়াদি বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ সুবিধাও প্রদান করবে। ২০১৬ সালে ইউজিসি এবং ম্যাকুয়ারি ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ম্যাকুয়ারি ইউনিভার্সিটির পরিচালক (আন্তর্জাতিক প্রশাসন) মিস ক্যাথে হামফ্রির নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ম্যাকুয়ারি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. জুলিয়ান ড্রুগ্যান, আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য) তানভীর শহীদ এবং কান্ট্রি ম্যানেজার (দক্ষিণ এশিয়া) রিয়াসাত হোসেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের জন্য অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেন, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি এবং প্রশিক্ষণ সুবিধাদি আমাদের দেশের উচ্চশিক্ষা এবং গবেষণার মান উন্নয়নে ভূমিকা রাখবে। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের অতিরিক্ত পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের সাইটে পাবেন https://www.mq.edu.au/research/research-funding-and-grant-opportunities/grant-applications