টেক-বিনোদন

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ নিয়ে সমঝোতা

By Sajia Afrin

January 01, 2025

আট বছরের আইনি লড়াইয়ের পর সমঝোতায় এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জোলির আইনজীবী বলছেন, এর মধ্য হলিউডের আলোচিত এই বিচ্ছেদ নিয়ে জটিলতার অবসান ঘটেছে।

২০১৬ সালে আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি। তবে বিচ্ছেদপরবর্তী সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির ভাগাভাগিসহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ লেগে ছিল।

ফলে বিচ্ছেদপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। অবশেষে আট বছর পর এসে মতৈক্যে পৌঁছেছেন জোলি ও পিট। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিচ্ছেদ এখন শুধুই সময়ের অপেক্ষা।

অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে আবারও মামলা করলেন ব্র্যাড অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম পরিচয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে।

৯ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন ব্র্যাড-জোলি। এর দুই বছর পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এই দম্পতির সংসারে ৬ সন্তান। ২১ বছরের ম্যাডক্স, ১৯ বছরের প্যাক্স, ১৮ বছরের জাহারা, ১৭ বছরের শিলো এবং ১৪ বছরের যমজ ভিভিয়েন ও নক্স।