TechJano

অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি অনলাইনে ফাঁস হল, থাকবে নতুন ফিচার

গত কয়েক বছরের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নকশার দিক থেকে সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১২ সংস্করণে। এতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনে নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। নতুন আপডেট মানেই নতুন ফিচার সহ একাধিক সুবিধা ব্যবহার করতে পারা, তাছাড়া আধুনিক জমানায় নতুন প্রযুক্তির ছোঁয়া পক্ষান্তরে এগিয়ে থাকাও বটে। তবে এইবার অ্যান্ড্রয়েড ১৩ তিরামিসুর নিয়ে চর্চা শুরু হয়েছে ।

আনুষ্ঠানিক ঘোষণা বা ডেভেলপার প্রিভিউ চালু হওয়ার আগেই অ্যান্ড্রয়েড ১৩-এর কিছু প্রাথমিক ছবি অনলাইনে ফাঁস হয়েছে। সেক্ষেত্রে আগামী বছর অর্থাৎ ২০২২ সাল হাজির হলেই এই সফ্টওয়্যারের প্রিভিউ প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি এক্সডিএ ডেভেলপার, অ্যান্ড্রয়েড ১৩ তিরামিসুর নিয়ে কিছু স্ক্রিনশট শেয়ার করেছে; এর সাথে প্রকাশিত হয়েছে এই ওএসের নতুন কিছু ফিচারও। রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের প্রথমদিকে এর প্রিভিউ প্রকাশ্যে আসবে। তবে, উক্ত স্ক্রিনশটগুলিতে বর্ণিত কিছু ফিচার ডেভেলপার প্রিভিউতে দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, অপারেটিং সিস্টেমের ইতিহাসে সবচেয়ে বড় নকশা পরিবর্তন ঘটতে যাচ্ছে অ্যান্ড্রয়েডের এই সংস্করণটিতে। অ্যান্ড্রয়েড ১৩ ডিভাইসের নোটিফিকেশনের জন্য নতুন রানটাইম, অপ্ট-ইন সেটিং আনতে পারে। আবার এতে ব্যাটারি লাইফের ওপর ফোকাস করার জন্য ‘দ্যা অ্যান্ড্রয়েড রিসোর্স ইকোনমি’ ফিচার আনা হতে পারে।
Exit mobile version