অ্যান্ড্রোয়েডের অফিশিয়াল IDE হচ্ছে অ্যান্ড্রোয়েড স্টুডিও। যার মধ্যে এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় সব টুল এক সাথে ইন্ট্রিগ্রেট করা রয়েছে। এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য তাই আমাদের প্রথমে এন্ড্রোয়েড স্টুডিও ডাউনলোড করে নিতে হবে। নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেওয়া যাবেঃ https://developer.android.com/studio/
এন্ড্রোয়েড স্টুডিও ইন্সটল করার আগে আমাদের কম্পিউটারে জাভা ডেভেলপমেন্ট কিট ইন্সটল থাকতে হবে। Java Platform (JDK) ডাউনলোড করে ইন্সটল করা যাবে নিচের লিঙ্ক থেকেঃ http://www.oracle.com/…/downloa…/jdk8-downloads-2133151.html (যারা জাভা প্রোগ্রামিং নিয়ে কাজ করেছেন তাদের এই JDK থাকার কথা । ইনস্টল অন্যান্য সফটওয়্যারের মত হলেও ধৈর্য্য ধরে ইনস্টল করে নিতে । একটা কথা মনে রাখবেন গবেষণায় দেখা গেছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এনভায়ণমেন্ট সেটাপ করতেই ৪০% ডেভেলপার ঝড়ে পড়ে, আপনি যেন ৬০% এর দলে থাকেন সেই আশা করি ।