TechJano

অ্যাপলের চারপাশ টাচ স্ক্রিনে মোড়ানো আইফোন পেটেন্ট

চারপাশ টাচ স্ক্রিন দিয়ে মোড়ানো আইফোন বানানোর লক্ষ্যে কাজ করছে বা ভবিষ্যতে করবে অ্যাপল, অন্তত প্রতিষ্ঠানের নতুন পেটেন্ট থেকে এমনটাই ধারণা করা হচ্ছে। ‘কাঁচ পরিবেষ্টিত ইলেকট্রনিক ডিভাইস’ বলে ধারাণাটিকে বর্ণনা করা হয়েছে মার্কিন পেটেন্ট নম্বর ২০২০০০৫৭৫২৫-এ। অ্যাপল ইনসাইডার সাইটে একে বর্ণনা করা হয়েছে সম্ভাব্য আইফোন হিসেবে।

প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির নতুন পেটেন্টে দেখা গেছে, ডিভাইসের ছয় দিকেই থাকবে স্পর্শ সংবেদনশীল কাঁচের পর্দা। এই পর্দায় দেখানো তথ্য, আইকন এবং ছবিতে ট্যাপ করতে পারবেন গ্রাহক। পেটেন্ট আবেদনে বলা হয়েছে, ফোল্ডএবল ফোনের চেয়ে ভালো হবে পুরো কাঁচের আইফোন।

পেটেন্টের ব্যাখায় বলা হয়, “ইলেকট্রনিক ডিভাইস যার বিভিন্ন পাশ কাঁচ দিয়ে মোড়ানো থাকবে। এক্ষেত্রে মূল কাঠামোটি বাহ্যিকভাবে দেখতে একটি মাত্র কাঁচের বস্তু মনে হবে। যদিও এটির বাইরের দিকটি তৈরিতে একাধিক কাঁচের ব্যবহার হতে পারে।” নতুন এই ফোনের খসড়া চিত্রে সব কোণায় কার্ভড পর্দা দেখানো হয়েছে। এই পর্দাগুলোতে কিছু তথ্যও দেখানো হয়েছে। খসড়া চিত্রে আরও দেখা গেছে ওয়ালপেপার কেবল সামনের পর্দা নয়, পাশের দিকেও নেমে গেছে এবং নীচের দিকে কিছু তথ্য দেখানো হচ্ছে।

Exit mobile version