নতুন পন্য

অ্যাপল আনছে নতুন দুই আইপ্যাড

By Baadshah

July 16, 2018

নতুন দুইটি আইপ্যাড আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি। তবে ইউরাশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) তালিকায় অ্যাপলের দুইটি পণ্য দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ডিভাইসগুলোই হচ্ছে আইপ্যাডের নতুন সংস্করণ। ইইসি তালিকায় দেখা অ্যাপলের পণ্যেগুলোর মডেল নম্বর এ১৮৯৫ ও এ১৯৮০। যা আইপ্যাডের মডেল নম্বরগুলোর সিরিজের সঙ্গে মিল রয়েছে। তাই ধারণা হচ্ছে, এই ডিভাইস দুইটিই হচ্ছে নতুন আইপ্যাড।নতুন আইপ্যাডে কী থাকবে এই সম্পর্কে তেমন কোন তথ্য জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, অ্যাপল আইপ্যাডের একটি দামী ও আরেকটি সশ্রয়ী দামি সংস্করণ আনতে পারে।এদিকে কয়েকটি গুঞ্জনে জানা যায়, নতুন আইপ্যাডে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে থাকবে নচ ডিসপ্লে। যুক্ত করা হবে ফ্ল্যাশসহ উন্নত ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর।

থাকবে না কোন হোম বাটন। কবে নাগাদ ডিভাইসগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন এমন কোন তথ্যও জানা যায়নি। তবে চলতি বছরই উন্মোচন হতে পারে নতুন দুই আইপ্যাড।