কি-বোর্ড নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল অ্যাপল। এর ‘স্টিকি কি’ সমস্যা নিয়ে মামলাও করেছেন কয়েকজন ব্যবহারকারী। বাধ্য হয়ে কি-বোর্ড পরিবর্তন করে দেওয়ার মতো কর্মসূচি নিতে হয়েছে মার্কিন প্রতিষ্ঠানটিকে। তবে কি-বোর্ডের সমস্যার সমাধান নীরবেই সেরে ফেলেছে অ্যাপল কর্তৃপক্ষ।
নতুন ম্যাকবুক প্রোর কি-বোর্ডে যুক্ত করেছে বিশেষ সুবিধা। প্রযুক্তিপণ্য সারাই প্রতিষ্ঠান আইফিক্সিটের বরাতে এ তথ্য জানিয়েছে তথ্যপ্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট সিনেট। আইফিক্সিট বলছে, অ্যাপল ম্যাকবুক প্রো কি-বোর্ডের প্রতিটি কির নিচে সিলিকন মেমব্রেন যুক্ত করেছে। এতে ধুলা বা অন্য ছোটখাটো কণা এর ভেতরে যেতে পারবে না।
আইফিক্সিট অ্যাপলের নতুন কি-বোর্ড ঘেঁটে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে। এর আগে এ ধরনের প্রযুক্তির পেটেন্ট করেছিল অ্যাপল। এর নাম ছিল ‘ইনগ্রেস প্রটেকশন ফর কি-বোর্ডস’। এর অর্থ এটি পানি বা ধুলা প্রতিরোধী। অ্যাপল কর্তৃপক্ষ দাবি করেছে, এখন ম্যাকবুক প্রোর কি-বোর্ড আগের চেয়ে শব্দ কম করে।