TechJano

অ্যাপল ওয়াচ ৪ হাতঘড়িতেই হবে ইসিজি!

অ্যাপল ওয়াচ ৪ নিয়ে আগ্রহ সবার। চতুর্থ  জেনারেশনের অ্যাপল ওয়াচ উন্মোচন করলো মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হওয়া অ্যাপল ইভেন্টে  ৪ সিরিজ নামের এই স্মার্টওয়াচ উন্মোচন করেন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস।

ওয়াচ ৪ এর ফিচার

এ সিরিজ-এর স্ক্রিনের আকার বাড়িয়েছে বলে জানান উইলিয়ামস। নতুন এই পরিধেয় ডিভাইস দুটি সাইজে আসবে। এ ছাড়াও নতুন দ্রুতগতির এস ৪ প্রসেসর রয়েছে এই ওয়াচে।

উইলিয়ামস বলেন, “এর সব কিছুই শুরু হয় চমৎকার নতুন একটি ডিসপ্লে দিয়ে। আমরা স্ক্রিনটকে কিছুটা ডান পাশের দিকে সরিয়েছি আর ধারগুলো ওয়াচের সঙ্গে মিশিয়ে দিতে বাকিয়ে দিয়েছি।”

অ্যাপল ওয়াচ ৪ সিরিজ

৪ সিরিজ এর দাম কত?

শুধুমাত্র জিপিএস সহ নতুন সিরিজ এর দাম ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ২৮,৭০০ টাকা)।

তবে সেলুলার ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ৩৫,৯০০ টাকা)। যা গত বছরের অ্যাপল ওয়াচ ৩ এর দামের সমান। ১৪ সেপ্টেম্বর থেকে নতুন ওয়াচ অর্ডার শুরু হবে। বিক্রি শুরু ১৭ সেপ্টেম্বর।

নতুন ওয়াচ ৪ লঞ্চের পরে ওয়াচ ৩ এর দাম কমে হল ২৭৯ মার্কিন ডলার (প্রায় ২০,১০০ টাকা)।

ওয়াচ ৪ এর ফিচারসমূহ:

এই ইভেনন্টে টিম কুক বলেন অ্যাপল ওয়াচ এই মুহুর্তে বিশ্বের সব থেকে বেশি বিক্রি হওয়া ঘড়ি।

Exit mobile version