প্রযুক্তি খবর

অ্যাপল বন্ধ করছে ফেইসবুকের ওয়েব ট্র্যাকিং!

By Baadshah

June 05, 2018

আইওএস ও ম্যাকওএসে ফেইসবুকের ডেটা কালেকশন টুল বন্ধ করার অপশন যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাপলের সফটওয়্যার চিফ ক্রেইগ ফেদরিগি। তিনি বলেন, ফেইসবুক, গুগল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পুরো ওয়েব জগত জুড়েই ব্যবহারকারীর গতিবিধির ওপরে ‘লাইক’ ও ‘শেয়ার’ বাটনের মাধ্যমে নজর রাখে। ক্লিক না করলেও সর্বত্রই ব্যবহারকারীকে এগুলো অনুসরণ করে বেড়ায়।

ওয়েব ব্রাউজার সাফারি ব্যবহারকারী কোনো ওয়েব পেইজে গেলে একটি উইন্ডো পপ আপ হবে। সেখানে ব্যবহারকারীকে প্রশ্ন করা হবে আপনি কী ফেইসবুককে কুকিজ ও ওয়েবসাইটের ডেটা ব্যবহারের অনুমতি দিতে চান? অনুমতি না দিলে ফেইসবুক আর ব্যবহারকারীর গতিবিধি ট্র্যাক করতে পারবে না।তিনি আরও জানান, ডেটা কোম্পানিগুলো খুবই চতুর। তারা কুকিজ ব্যবহার করতে না পারলে অন্য একটি কৌশলে ব্যবহারকারীর গতি বিধি পর্যবেক্ষণ করে থাকে। সেটা হলো ফিঙ্গারপ্রিন্টিং।ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসের কনফিগারেশন, ফন্ট ও ইন্সটল করা প্লাগ ইনের মাধ্যমে আলাদা বিশেষ ধরণের একটি ফিঙ্গারপ্রিন্ট সেট তৈরি করা হয়। যা ব্যবহারকারীকে প্রতিটি সাইটে অনুসরণ করে থাকে। ম্যাক ওএস মোহাবে ডিভাইসের কনফিগারেশনের তথ্য ঢেকে রেখে ফিঙ্গারপ্রিন্টিং প্রক্রিয়াটিকে কঠিন করে তুলবে।এতে ওয়েবসাইট ট্র্যাকাররা শুধু বিল্ট ইন ফন্টই দেখতে পারবেন। পুরাতন সংস্করণের প্লাগ ইন সমর্থন বন্ধ করে দেওয়ায় ফিঙ্গারপ্রিন্ট তৈরিতে এটি কোনো ভূমিকা রাখতে পারবে না। এতে সব ম্যাক কম্পিউটারের কনফিগারেশন ও ফন্ট একই তথ্য দেখানোতে কোনো একটি কম্পিউটার ট্র্যাক করা সম্ভব হবে না।