বিশ্বব্যাপী সামনের সারির স্বাস্থ্য কর্মীদের জন্য ৭৫ লাখ ফেস শিল্ড সরবরাহের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সম্প্রতি অ্যাপলের নির্বাহী প্রধান টিম কুক এক বিবৃতিতে জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় সামনের সারির স্বাস্থ্য কর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।
এজন্য করোনা মোকাবিলার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ফেস শিল্ড সরবরাহের পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রয়োজনের ভিত্তিতে প্রতি সপ্তাহে ১০ লাখ করে ফেস শিল্ড স্বাস্থ্য কর্মীদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি তাদের সাপ্লাই চেইন অংশীদারদেরকে সঙ্গে নিয়ে আরও তিন কোটি মাস্ক সরবরাহের পরিকল্পনা নিয়েছে।