জনপ্রিয়

অ্যাপল ৮ কোটি আইফোন ১২ তৈরি করছে

By Baadshah

July 03, 2020

যতো তাড়াতাড়ি সম্ভব আইফোন ১২ এর ব্যাপক উপাদন শুরু করতে চায় অ্যাপল। যদিও চলমান মহামারি ও লকডাউনে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে।

অ্যাপল ইতিমধ্যেই ফোনটির ফাইভজি লাইনআপের জন্য প্রায় সকল ধরণের ইঞ্জিনিয়ারিং ভেরিফিকেশন সম্পন্ন করেছে। তবে ব্যাপক উৎপাদনে যাওয়ার আগে এখনও ডিজাইন ভেরিফিকেশন এবং প্রোডাক্ট ভেরিফিকেশন টেস্ট শেষ করতে হবে।

অ্যাপল এর আগে ১০ কোটি আইফোন ১২ এর যন্ত্রাংশের কার্যাদেশ দিলেও সেটি ৮ কোটিতে নামিয়ে এনেছে। এছাড়া কোম্পানিটি পুরাতন সংস্করণের সাড়ে চার কোটি আইফোন তৈরি করছে। ফলে আইফোন ১২ আসার আগে বাজার ধরে রাখতে পুরাতন মডেলগুলো ব্যবহার করবে প্রযুক্তি জায়ান্টটি।