TechJano

অ্যাপ ইন্সটলের আগে যে বিষয়গুলো দেখে সতর্ক হবেন

SONY DSC

অাজকাল মোবাইল অ্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুসঙ্গে রুপান্তরিত হয়েছে। তবে এভাবে যখন তখন যে কোনো অ্যাপস ডাউনলোড করে নিজের অজান্তেই কত তথ্য বেহাত করেছেন, ভেবে দেখেছেন কখনো? অ্যাপস ডাউনলোডের পর ইন্সটল করার সময় বেশ কয়েকটি পারমিশান বা অনুমতি চাওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, অনুমতি দূরে থাক, সেগুলিকে সরিয়ে ফেলাই ভালো। নয়তবা চুরি হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। যেমনঃ

পারমিশন: কন্ট্যাক্ট

এটা কি করে: অনুমতি মিললে আপনার সেভ করা যাবতীয় যোগাযোগ পড়তে (রিড) এবং লিখতে (রাইট) পারবে।

যা বিপদ হতে পারে: সহজেই বোঝা যাচ্ছে এর ফলে নিজের যোগাযোগ সমূহ অন্যের কাছে আর গোপন রইল না।

পারমিশন: স্টোরেজ

এটা যা করে: ইন্টারনাল এবং এক্সটারনাল দুই ধরনের স্টোরেজকেই পড়তে পারে এবং লিখতে পারে।

যা বিপদ হতে পারে: স্টোরেজের মধ্যে ভাইরাস আক্রান্ত ফাইলগুলিকে খুব সহজেই ঢুকিয়ে দিতে পারে।

পারমিশন: এসএমএস

এটা যা করে: খুব সহজেই আপনার এসএমএস পড়তে এবং আপনার মোবাইল নম্বর থেকে পাঠাতে পারে।

যা বিপদ হতে পারে: সন্ত্রাসবাদীরা আপনার মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএস বা এমএমএস পাঠাতে পারে।

পারমিশন: ফোন

এটা যা করতে পারে: কললিস্ট পড়তে ও কপি করতে পারে।

যা বিপদ হতে পারে: আপানার ফোনের যাবতীয় কল ডিটেলস ব্যবহার করে বিপদ ঘটাতে পারে।

এ ছাড়া ক্যামেরা এবং ক্যালেন্ডারের পারমিশন দিলেও বিপদ হতে পারে। ফলে অ্যাপস ইন্সটল করার সময় এই বিষয়গুলিতে অনুমতি চাওয়া হলে ওই অপশনটি থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তাই অ্যাপস ডাউনলোড করার আগে আপনার কোন তথ্য আপনি অন্যকে দেবেন তা একবার নিশ্চিত হয়ে নিন।

Exit mobile version