TechJano

অ্যাপ জানাবে কাবাবের রেসিপি!

কাবাব খেতে কে না ভালোবাসেন, এই মুখরোচক খাবারটির নাম শুনলেই জিভে পানি এসে যায়। কযেকদিন আগেই শেষ হলো কোরবানির ঈদ। সবার বাসাতেই মাংস রয়েছে এখন, তাই চাইলেই কোরবানির মাংস দিয়ে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন বিভিন্ন রকমের কাবাব। তবে এর জন্য জানতে হবে রেসিপি। শুধু মাত্র কাবাবের রেসিপি জানানোর চমৎকার একটি অ্যাপ হল ‘গ্রিল রেসিপিস’।

এক নজরে কি আছে ‘গ্রিল রেসিপিস’ অ্যাপটিতে:

১. অ্যাপটি ইংরেজিসহ দশটি ভাষায় ব্যবহার করা যাবে। তবে এতে নেই বাংলা ভাষার ব্যবহার।
২.অ্যাপটিতে থাকা যে কোনো রেসিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
৩. এতে প্রতিটি কাবাবে নির্দিষ্ট উপকরণের পরিমাণ জানা যাবে।
৪. কিভাবে বিভিন্ন রকমের কাবাব তৈরি করা যাবে তা ছবিসহ বিস্তারিত তুলে ধরা হয়েছে অ্যাপটিতে।
৫. পছন্দের রেসিপিটি চাইলে প্রিয় তালিকায় যুক্ত করা যাবে। পরবর্তীতে তা সহজে দেখে নেওয়া যাবে।
৬. ইন্টারনেট ছাড়াও অফলাইনে অ্যাপটি ব্যবহারের সুবিধা রয়েছে।
৭. অ্যাপের উপরে থাকা সার্চ অপশন থেকে যে কোনো কাবাবের রেসিপি খুঁজে নেয়া যাবে।
৮. অ্যাপটিতে রয়েছে স্মার্ট রেসিপি ফাইন্ডার সুবিধা। সেখান থেকে পছন্দ মতো খাবারের উপকরণ দিয়ে কী কী রেসিপি তৈরি করা যায় তা জানা যাবে।
৯. অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর।

প্লেস্টোর থেকে অ্যাপটি ৫০ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

Exit mobile version