TechJano

অ্যামাজন এবার সিনেমা হল ব্যবসায় নামছে!

এবার সিনেমা হল বা মুভি থিয়েটার ব্যবসাজগতে পদার্পন করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ব্লুমবার্গ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন ল্যান্ডমার্ক থিয়েটার্স-কে কিনতে চাচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এই চেইন মুভি ব্যবসায় বিনিয়োগ ব্যাংক স্টিফেনস-এর সঙ্গে কাজ করছে ও “অন্যান্য আগ্রহীদের” সঙ্গে আলোচনা চালাচ্ছে। এখনপর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আর এই আলোচনা থেকে চুক্তি নাও হতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এদিকে শুরুতে এই খবর অন্যান্য চেইন মুভি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর শেয়ারকে চাপে ফেলে দিয়েছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। বৃহস্পতিবার বাজারের লেনদেন শুরু পরপর কিছু সময়ের জন্য এই খাতের এএমসি এন্টারটেইনমেন্ট ও সিনেমার্কস-এর শেয়ারমূল্য পড়ে যায়।

২৭টি বাজারে ২৫২টি স্ক্রিনসহ মোট ৫২টি থিয়েটার রয়েছে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়া ল্যান্ডমার্ক থিয়েটার্স-এর। এই প্রতিষ্ঠান ওয়াগনার/কিউবা কোম্পানিজ-এর একটি অংশ আর এর সহ-প্রতিষ্ঠাতা হচ্ছে টড ওয়াগনার ও মার্ক কিউবান। এ নিয়ে অ্যামাজন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে।

Exit mobile version