করপোরেট

আইওটি নিয়ে ইউল্যাব এর সাথে গ্রামীণফোনের সমঝোতা স্মারক স্বাক্ষর

By Baadshah

March 10, 2018

গ্রামীণফোন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব) এর সাথে শিল্পখাত ও শিক্ষাংগনের মধ্যে দুরত্ব হ্রাস এবং ডিজিটাল উদ্ভাবন নিয়ে কিছু কার্যক্রম পরিচালনায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ এবং ইউল্যাব এর বোর্ড অফ ট্রাস্টি এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এই চুক্তির অধীনে গ্রামীণফোনের ইকো সিস্টেম সহায়ক প্ল্যাটফর্ম হোয়াইট বোর্ড,র্স্টাটআপ ইউ্ল্যাবের সহায়তায় ইনোভেশন ল্যাব পরিচালনা করবে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ধরণা ও প্রটোটাইপ তৈরি করবে এবং পণ্য বাজারজাত করতে সহায়তা পাবে।এছাড়াও নিয়মিত ভাবে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমে শিক্ষার্থীরা নিজনিজ ধারণা ডিজিটাল ইকো সিস্টেম বিশেষজ্ঞদের কাছে তুলে ধরতে পারবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ পাবে। ইউল্যাবের সহযোগিতায় হোয়াইটবোর্ড স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে ওয়ার্ল্ড ইনোভেশন ফোরামের সাথে কিছু উদ্যোগ গ্রহণ করবে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামীণফোনের বিশ্বমানের আইওটি (ইন্টারনেটঅফথিংস) উদ্যােগগুলোর সাথে হাতে কলমে পরিচিত হতে পারবে।