TechJano

আইকনসিএস সম্মেলন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, চীন, সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ২৮১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া দুই দিনব্যাপী সম্মেলনে কি-নোট সেশন, প্লেনারি সেশন, টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য দ্রুত সম্প্রসারণশীল সাইবার নিরাপত্তা বিষয়ে অধিকতর গবেষণা করা, প্রবন্ধ প্রকাশ ও গবেষণার জন্য ফান্ড তৈরি করা। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো পরবর্তী সময়ে স্প্রিংজার জার্নালে প্রকাশিত হবে এবং স্কোপাস ইনডেস্কড করা হবে।

আগামীকাল সম্মেলনের উদ্বোধন করবেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বাংলাদেশের মহাপরিচালক মো. রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির অধ্যাপক জেমাল আবাওয়াজি, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক মামুন আলাজব ও তুরস্কের কারবুক ইউনিভার্সিটির অধ্যাপক ড. অগুজ ফিনডিক।

Exit mobile version