অ্যাপলের যন্ত্রে প্রাথমিক অনলাইন স্টোরেজ সমাধান হলো আইক্লাউড। আইক্লাউড থেকে কোনো ফাইল ভুল কিংবা ইচ্ছা করে মুছে ফেলার পর ৩০ দিন পর্যন্ত পুনরুদ্ধার করার সুযোগ থাকে। আইক্লাউডে কোনো ফাইল পুনরুদ্ধার করতে হলে—
১. ম্যাক, আইপ্যাড বা অন্য যেকোনো অ্যাপলের যন্ত্রে ওয়েব ব্রাউজার খুলুন। ২. আইক্লাউড ডটকমে ঢুকে অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করুন। ৩. লগ-ইন হয়ে গেলে ওপরের দিকে অ্যাকাউন্টের নামের নিচে থাকা Account Settings-এ ক্লিক করুন। ৪. Advance অংশ খুঁজে নিয়ে Restore Files-এ ক্লিক করুন। ৫. আইক্লাউড থেকে সম্প্রতি মুছে ফেলা সব ফাইল না দেখানো পর্যন্ত অপেক্ষা করুন। ৬. এখানে পৃথক ফাইল নির্বাচন করুন বা All চেকবক্স নির্বাচন করে সব ফাইল নির্বাচন করুন। ৭. Restore বোতামে ক্লিক করুন এবং পুনরুদ্ধার প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৮. প্রক্রিয়াটি শেষ হওয়ার পর Done বোতামে ক্লিক করুন। ৯. আপনি যদি কোনো আইওএস বা আইপ্যাডওএস ডিভাইস ব্যবহারকারী হয়ে থাকেন তবে সাম্প্রতিক মুছে ফেলা ফাইলগুলো পুনরুদ্ধার করতে Files অ্যাপের Recently Deleted অংশে দেখুন।