TechJano

আইফোন রিসেট দেবেন যেভাবে

Koszalin, Poland - October 07, 2014: Close-up shot of iPhone 6 hand-held by woman on white background. Devices displaying the applications on the home screen. iPhone 6 (4.7 inches) is next generation smartphone from Apple. Device displaying the applications on the home screen.

আইফোন রিসেট দিতে চান? ফোন স্লো হলে বা স্টোরেজ ফুল হলে ডিভাইস রিসেট করা হয়। এই রিসেট করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে। সঠিক ধারণা না থাকায় রিসেট দিতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন।

আইফোন রিসেট দেয়ার আগে জেনে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একবার রিসেট হলে সেই ডাটা আর কোন ভাবেই ফিরে পাওয়া সম্ভব না। তাই রিসেট করার আগে গুরুত্বপূর্ণ সব ডাটা কম্পিউটারে ব্যাকআপ নিয়ে রাখা প্রয়োজন।

আইফোন রিসেট করবেন কী ভাবে?

১. Settings > General > Reset এ যান।

২. এখানে ‘Erase All Content and Settings’ এ ট্যাপ করুন।

৩. এরপরে সব ডাটা ব্যাক আপ নেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে।‘Back Up Then Erase’ এ ট্যাপ করুন।

৪. ব্যাক আপ না নিতে চাইলে ‘Erase Now’ তে ট্যাপ করুন।

৫. এবার আপনার পাস্কোড চাওয়া হবে। তা সঠিক ভাবে দিলেই আপনার iPhone রিসেট হয়ে যাবে।

আপনি যদি পুরো ফোন রিসেট না করে ডিভাইসের কিছুটা অংশ রিসেট করতে চান তাও করতে পারেন।

এর জন্য Settings > General > Reset এ গিয়ে device settings, network settings, keyboard dictionary, home screen layout, and location & privacy ইত্যাদি রিসেট করার আলাদা অপশান পেয়ে যাবেন।

Exit mobile version