অ্যাপলকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতার জায়গা দখল করেছে হুয়াওয়ে। তারা এখন অ্যাপলকে পেছনে ফেলতে চায়। নতুন আইফোন ঘিরে তামাশা করার পাশাপাশি একটা চ্যালেঞ্জ জানাল হুয়াওয়ে। নতুন আইফোন ঘোষণার কয়েক ঘণ্টা পরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে হুয়াওয়ে বলেছে, ‘কোনো নতুনত্ব দেখাতে না পারায় ধন্যবাদ।’
হুয়াওয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, ‘দেখা হবে লন্ডনে। ১৬ অক্টোবরে।’
উল্লেখ্য, ১৬ অক্টোবর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন স্মার্টফোন ঘোষণা দেবে হুয়াওয়ে। ওই অনুষ্ঠানে মেট ২০ ফোনটির ঘোষণা দিতে পারে হুয়াওয়ে। হুয়াওয়ে লিখেছে, “Thank you for keeping things the same. See you in London. 16.10.18 #HigherIntelligence #HUAWEIMate20″.