প্রযুক্তি বিশ্ব

আইফোনে যা চান ট্রাম্প

By Baadshah

October 28, 2019

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন বুঝতে জটিল সমীকরণ সমাধানের প্রয়োজন নেই। তাঁর টুইটার অ্যাকাউন্টে নজর রাখলেই হলো। সকাল নেই বিকেল নেই, কাকে লিখছেন তার হিসাব নেই, তিনি সমানে টুইট করতে থাকেন। লোকে নাম দিয়েছে টুইট-ঝড়। এবার টুইট করলেন আইফোন নিয়ে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত নতুন মডেলের কোনো আইফোন ব্যবহার শুরু করেছেন। যেটাতে হোম বোতাম নেই। আর হোম বোতামের অনুপস্থিতিই তাঁর রুষ্ট হওয়ার কারণ।

এতটাই অপছন্দ করেছেন যে টুইটারে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে তা জানাতে ভোলেননি। কিছুটা হালকা সুরেই যদিও। তবু প্রেসিডেন্ট বলে কথা! লিখেছেন, ‘টিম, আইফোনে সোয়াইপের চেয়ে হোম বোতাম অনেক ভালো ছিল।’