সবাইকে চমক দিয়ে গুঞ্জন সত্য করে অ্যাপল আনল আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স। অলওয়েজ অন ডিসপ্লের আইফোনে আছে অভিনব সব ফিচার। ৯ সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার দেওয়া যাবে। ৭ সেপ্টেম্বর ফার আউট নামের অনুষ্ঠানে আইফোন ১৪ ঘোষণা দেয় অ্যাপল।
এ ছাড়াও প্রতিষ্ঠানটি ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর ঘোষণা দিয়েছে।
কি আছে এতে?
আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সে কী আছে
- সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ
- আইফোন ১৪ মডেলটিতে ৬.১ ইঞ্চি মাপের স্ক্রিন
- ১৪ প্রো ম্যসক্স মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন।
- প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে বেশি সময়।
- এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।
- এতে থাকবে আইওএস ১৬ ও ৫জি সমর্থন সুবিধা।
আইফোন ১৪ এর বিশেষত্ব ক্যামেরায়
নতুন আইফোনের ক্যামেরাতে থাকছে বিশেষত্ব। অ্যাপল এবার নতুন প্রো ক্যামেরা সিস্টেম যুক্ত করেছে। ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে কোয়াড পিক্সেল সেন্সর ও ফটোনিক ইঞ্জিন যুক্ত হচ্ছে। এতে কম আলোতে ভালো ছবি উঠবে।
দাম
আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার।
আরও পড়ুন নতুন আইফোন