ক্যারিয়ার

আইসিটিইএসবির মেম্বার মিট-আপ ও আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত

By Baadshah

February 29, 2020

আজ ২৯ তারিখ, রোজঃ শনিবার, বিকাল ৪.৩০ টায়, রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি ) কর্তৃক আয়োজিত ‘মেম্বার মিট-আপ ও আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং’ অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়্যারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকভেলি নেটওয়ার্ক লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্ট্রর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সচিব সৈয়দ জিয়াউল হক;  এটিএন বাংলার ভাইস সাবেক ভাইস-প্রেসিডেন্ট (আইটি) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুশতাক আহমদ রূমী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট  এর এডভোকেট ; অ্যাডমিনিস্ট্রেটিভ আপীলেট ট্রাইব্যুনালস কোর্ট অফ বাংলাদেশ এর প্যানেল এডভোকেট এডভোকেট ড.মুন্সী শাহজাহান ও বিশেষ স্পিকার ছিলেন র‌্যাপলস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইসতিয়াক আহমেদ ভূঁইয়া।

সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ও ইঞ্জিনিয়ার এলাহান এবং সঞ্চানলায় ছিলেন আইসিটিইএসবির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন । এছাড়া আরো উপস্থিত ছিলেন আইসিটিইএসবির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, মোঃ আবু বক্কর সিদ্দিক,মোঃ আব্দুস সালাম, যুগ্ম সচিব তানভীর আহমেদ ,আশফাকুর রহমান, এনামুল হাসান , কোষাধক্ষ্য জিয়াউর রহমান ,এক্সিকিউটিভ মেম্বার ইসমাইল হোসেন , আইসিটিইএবসির মেম্বারবৃন্দ, আইসিটি পেশাজীবী বৃন্দ ও বিভিন্ন অতিথিবৃন্দসহ আরো অনেকেই।

এ সময় আইসিটি পেশাজীবীদের প্রতি গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘আইসিটি পেশাজীবীদের চাকুরী ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধ সহ তাদেরকে চাকুরীর নিরাপত্তা দেয়া উচিত, বাংলাদেশে আইন অনেক হয়, কিন্তু আইন বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হয়,কারণ, যাদের বিরুদ্ধে আইন করা হয়, তারা অনেক শক্তিশালী হয়,তারাই আইনের ফাঁকে গিয়ে অনেকেই অনিয়ম করে। আইসিটি সেক্ট্রর একটি উন্নয়নশীল সেক্ট্রর,আইসিটি পেশাজীবীরাই বাংলাদেশ কে এগিয়ে  নিয়ে যাচ্ছে। আমরা আইসিটিতে যদি অগ্রসর হতে না পারি, তবে সারা পৃথিবী থেকে বিছিন্ন হয়ে যাব ,তাই যেভাবেই হোক আইসিটিতে অগ্রসর হতে হবে।

জি এম কাদের এমপি আরো বলেন ‘প্রফেশনালিজম যদি ডেভেলমেন্ট করতে পারি, তাহলেই বাংলাদেশে আইসিটি পেশাজীবীরা দক্ষ জনশক্তি হিসেবে আর্বিভাব হতে পারবে, এবং সত্যিকার অর্থেই দেশকে সামনে এগিয়ে নিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে, এটা আমার বিশ্বাস’।

বিশেষ অতিথি সৈয়দ জিয়াউল হক বলেন ‘আইসিটি মেধাবিদের প্রমোশন হচ্ছে না, আইটি ক্ষেত্রে বড় সমস্যা শিক্ষা ব্যবস্থা, বেসিক এডুকেশন খুব ভাল করতে হবে, ম্যাথমেটিক্স-এ ভাল না করলে ভাল প্রোগ্রাম হয়া যায় না ’। এ সময় বক্তব্যে সভাপতি ইঞ্জি এলাহান উদ্দিন বলেন,‘আইসিটিইএবি সরকারের সহযোগিতায় প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবে এবং ডিজিটাল বাংলাদেশের প্রধান হাতিয়ারের সহযোদ্ধা আইসিটি পেশাজীবীদের সকল সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে কাজ করবে।’ উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাখেব সংগঠনের মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন ।