দেশ

আইসিটি খাতে আগামী পাঁচ বছরে  ১০ লাখ  কর্মসংস্থান হবে: পলক

By Editor

August 25, 2019

তথ্য ও যোগাযোগ প্রযু‌ক্তি প্র‌তিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক বলেছেন আগামী চার বছ‌রে তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি খা‌তে পাঁচ বি‌লিয়ন ডলার রপ্তা‌নি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হ‌বে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর এক‌টি হো‌টে‌লে প্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রা এর উদ্যোগে"ব্যা‌কিং পরবর্তী ডি‌জিটাল নেতৃত্ব শীর্ষক স‌ম্মেলনে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তি‌নি একথা ব‌লেন। অনুষ্ঠা‌নে মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপু‌টি হাইকমিশনার বিশ্বদীপ দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। মাহিন্দ্র বাংলা‌দে‌শের ক‌র্পো‌রেট অ্যা‌ফেয়ার্স, সু‌জিত বক‌শি । জুনাইদ আহমেদ পলক বলেন, শ্রম ভিত্তিক অর্থনীতি থে‌কে বাংলা‌দেশ এখন প্রযুক্তি নির্ভর অর্থনীতির জাতিতে রূপান্তরিত হ‌য়ে‌ছে। তি‌নি আ‌রো ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশে আইসিটি ইকো সিস্টেম গড়ে তুল‌তে কাজ কর‌ছে ।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযু‌ক্তি খা‌তে গত১০ বছরে দশ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান নি‌শ্চিত হ‌য়ে‌ছে। আগামী পাঁচ বছরে আ‌রো ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হ‌বে । ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেক মাহিন্দ্রা কে সত্যিকারের বন্ধু উল্লেখ করে পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে টেক মাহিন্দ্রা আমাদের সত্যিকার বন্ধু। এধরনের বিনিয়োগকারীদেরকে    আমরা সবসময়ই স্বাগত জানাই। তাদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে, যেমন – ২০২৪ সাল পর্যন্ত মুনাফার ওপর কর মওকুফ, ৮০ শতাংশ পর্যন্ত কর রেয়াত, ১০ শতাংশ