দেশ

আইসিটি প্রতিমন্ত্রী কানাডায় বঙ্গবন্ধুর জীবন-কর্মের চিত্রপ্রদর্শনী পরিদর্শন করলেন করলেন

By Baadshah

December 24, 2021

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল সন্ধ্যায় কানাডার টরন্টোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্মের ওপর প্রদর্শিত চিত্রপ্রদর্শনী পরিদর্শন করেন।

প্রথমবারের মতো কানাডায় প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের দুর্লভ বিভিন্ন চিত্র। টরেন্টো’র মিসিসাগা আর্টগ্যালারিতে চলমান ‘লাইটিং দ্য ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শনীর আয়োজন করে সামদানী আর্ট ফাউন্ডেশন।

সেখানে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান আর্টগ্যালারি অব মিশিগানের কিউরেটর আদিল খান এবং নির্বাহী পরিচালক অ্যানা গুলনিস্কি। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্লভ চিত্রগুলোর সংগ্রাহক ও প্রদর্শনীর অন্যতম পৃষ্ঠোপোষক সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব সামদানি।

প্রদর্শনী বিভিন্ন অংশ ঘুরে দেখে প্রতিমন্ত্রী। তিনি পুরো আয়োজনের জন্য উপস্থিত আয়োজক ছাড়াও আয়োজন সহযোগী সিআরআই ট্রাস্টি ও বঙ্গবন্ধু দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।