TechJano

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জুম অনলাইনে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৯-২০ অর্থ বছরের মার্চ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা আজ ঝুম অনলাইন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতি হিসেবে উক্ত সভায় অনলাইনেই যুক্ত হন।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পর্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম ও বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণএবং বিভিন্ন প্রকল্প পরিচালকগন নিজ নিজ বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন। সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরের চলমান প্রকল্প সমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয। প্রকল্প পরিচালকগন নিজ নিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী প্রকল্পসমূহের কাজ এগিয়ে নিতে প্রকল্প পরিচালক গনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি। চলমান প্রকল্প সমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ৩১টি চলমান প্রকল্পের জন্য প্রায় সাড়ে ১৬শ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মার্চ ২০২০ পর্যন্ত প্রকল্পসমূহের কাজের গড় অগ্রগতি প্রায় ৬৪ শতাংশ বলে সভায় জানানো হয়।

Exit mobile version