সরকার দেশের আইসিটি খাতকে শক্তিশালী করতে বিশ্ব মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো ৩০ হাজার দক্ষ জনশক্তি গড়ে তুলেছে। যুক্তরাজ্য ভিত্তিক আর্নস্ট এন্ড ইয়াং (ইওয়াই) আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, অ্যামপ্লয়মেন্ট এন্ড গভার্নেস (এলআইসিটি) প্রকল্পের আওতায় ৩০ হাজার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দিয়েছে।
আর্নস্ট এন্ড ইয়ং-এর প্রকল্প পরিচালক কামাল মানশারামনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার তরুণকে দেশী-বিদেশী প্রশিক্ষকগণ বিশ্বমানের প্রশিক্ষণ দিয়েছেন এবং এতে সময় লেগেছে সাড়ে তিন বছর।’
তিনি আশা প্রকাশ করেন যে এই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা বাংলাদেশের আইসিটি সেক্টরের দক্ষতার যে অভাব তা পূরণে সক্ষম হবেন এবং দেশের আইসিটি সেক্টরে উন্নয়নে অবদান রাখবেন। কামাল বলেন, ৩০ হাজার তরুণের মধ্যে ১০ হাজার টপ-আপ আইটি প্রশিক্ষণ নিয়েছেন এবং ২০ হাজার তরুণ নিয়েছেন ফাউন্ডেশন স্কিল ট্রেনিং।
তিনি আরো জানান, এর মধ্যে ১০ হাজার টপ-আপ আইটি প্রশিক্ষণ গ্রহণকারীর মধ্যে এ বছরের জুলাই নাগাদ ৪ হাজার ৫৯ জনকে আইটি ও আইটি এনাবেল সার্ভিস (আইটি-আইটিইএস) সেক্টরে নিয়োগ দেয়া হয়েছে।
তথ্যসূত্র:বাসস