ইভেন্ট

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব

By Editor

September 07, 2019

কাতারে অনুষ্ঠিতব্য ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলনির্বাচনের লক্ষে দেশে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশজুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও- ২০১৯) । আগামী ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ঢাকার গ্রিন েরোডে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্টিত হবে এই আয়োজনের জাতীয় পর্ব। জাতীয় পর্বে অংশ নিবে সারা দেশে অনুষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের পাঁচ শতাধিক শিক্ষার্থী। ওই দিন সকাল ৯ টায় অলিম্পিয়াডটি উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মাননীয় উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন পরমানু শক্তি কমিশনের মুখ্য বিজ্ঞানী ড. রেজাউর রহমান। সকাল ১০টায় ৫ম জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের পরিক্ষার পর্ব শুরু হবে। জাতীয় পর্বের শিক্ষার্থীরা অংশ নিবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম) জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি) ও স্পেশাল (একাদশ ও দ্বাদশ শ্রেণি, ১ জানুয়ারি ২০০৪-এর পর যাদের জন্ম)। এই অলিম্পিয়াডে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ছয়টি ছোট প্রশ্ন ও তিনটি বড় প্রশ্ন মিলে মোট নয়টি সমস্যার সমাধান করতে হবে। প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১২টা পর্যন্ত। অন্যদিকে সেকেন্ডারি ও স্পেশাল ক্যাটাগরির পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২: ৩০ মি পর্যন্ত নামাজও খাবারের বিরতির পর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কালচারাল ক্লাবের আয়োজনে শুরু হবে সাংস্কৃতিক পর্ব। এরপর বিকাল ৪: ৩০ মি. অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরনী পর্ব। এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল করিম ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপ-উপাচার্য ড. এম. আর কবির। এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহা পরিচালক জনাব মুনীর চৌধুরী, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। আগামী ১১ সেপ্টেম্বর জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে ৫ম বিডিজেএসও ক্যাম্প। বিডিজেএসও ক্যাম্পের সেরাদের নিয়ে আয়োজিত হবে এক্সটেনশন ক্যাম্প। সেখান থেকে বাছাই করা হবে কাতারের দোহায় ডিসেম্বরে অনুষ্ঠেয় ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ছয় সদস্যের বাংলাদেশ দল।

এর আগে গত ২৬ জুলাই ও ২ আগস্ট দেশের ৭টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং জেলা শহর নেত্রকোণায় মোট আটটি বিডিজেএসও আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট অনলাইনে একটি ই-অলিম্পিয়াডও অনুষ্ঠিত হয়৷ যেখানে প্রায় এক হাজার আটশত শিক্ষার্থী সারাদেশথেকে অংশ নেয়। এছাড়া গত ২৫ জুলাই ২০১৯ তারিখে নারায়ণগঞ্জ সদর, লক্ষ্মীপুর সদর ও দিনাজপুরের বিরল উপজেলায় ৪টি স্কুলে ও ২৩ আগস্ট বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলেই ৩টি স্কুলে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে স্কুল অলিম্পিয়াড। এই আটটি আঞ্চলিক পর্ব একটি ই-অলিম্পিয়াড ও সাতটি স্কুল অলিম্পিয়াডে প্রায় ৯ হাজার নয়শত শিক্ষার্থী অংশ নেয়।