ইভেন্ট

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব

By Baadshah

September 05, 2019

কাতারে অনুষ্ঠিতব্য ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলনির্বাচনের লক্ষে দেশে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশজুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও- ২০১৯) । আগামী ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ঢাকার গ্রিন রোডে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্টিত হবে এই আয়োজনের জাতীয় পর্ব। জাতীয় পর্বে অংশ নিবে সারা দেশে অনুষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের পাঁচ শতাধিক শিক্ষার্থী। ওই দিন সকাল ৯ টায় অলিম্পিয়াডটি উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মাননীয় উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন পরমানু শক্তি কমিশনের মুখ্য বিজ্ঞানী ড. রেজাউর রহমান। সকাল ১০টায় ৫মজুনিয়রসায়েন্সঅলিম্পিয়াডেরজাতীয়পর্বের পরিক্ষার পর্ব শুরু হবে।জাতীয়পর্বেরশিক্ষার্থীরাঅংশনিবেচারটিক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয়থেকেপঞ্চম) জুনিয়র (ষষ্ঠথেকেঅষ্টমশ্রেণি), সেকেন্ডারি (নবমওদশমশ্রেণি) ওস্পেশাল (একাদশওদ্বাদশশ্রেণি, ১জানুয়ারি২০০৪-এরপরযাদেরজন্ম)। এইঅলিম্পিয়াডেশিক্ষার্থীদেরপদার্থবিজ্ঞান, রসায়নওজীববিজ্ঞানেরছয়টি ছোটপ্রশ্ন ও তিনটি বড় প্রশ্ন মিলেমোটনয়টিসমস্যারসমাধানকরতেহবে। প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১২টা পর্যন্ত। অন্যদিকে সেকেন্ডারি ও স্পেশাল ক্যাটাগরির পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২: ৩০ মি পর্যন্ত নামাজ ও খাবারের বিরতির পর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কালচারাল ক্লাবের আয়োজনে শুরু হবে সাংস্কৃতিক পর্ব। এরপর বিকাল ৪: ৩০ মি. অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরনী পর্ব। এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল করিম ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপ-উপাচার্য ড. এম. আর কবির। এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহা পরিচালক জনাব মুনীর চৌধুরী, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।