TechJano

আগামী শুক্রবার ও শনিবার ঢাকায় বসছে মালয়েশিয়ান শিক্ষা মেলা

মালয়েশিয়া সরকারের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস) এর উদ্যোগে এবং বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান “মেন্টরস স্টাডি এব্রোড” এর সহযোগীতায় এই মেলায় আয়োজন হচ্ছে।

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

“মেন্টরস স্টাডি এব্রোড” এর সিনিয়র কনসালটেন্ট জনাব প্রদীপ রায় এবং মালয়েশিয়ান এডুকেশন বিশেষজ্ঞ জনাব আরিফ সৈয়দ জানান, আগামি শুক্র এবং শনিবার (২৭-২৮ই জুলাই) সকাল ১০ঃ৩০ থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত ঢাকা হোটেল আমারি তে (গুলশান-২, রোড-41)। একই মেলা চট্টগ্রামে আগামী সোমবার (৩০শে জুলাই) নগরীর হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ তে অনুষ্ঠিত হবে।

মেলায় মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। মেলায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকরা মালয়েশিয়ান শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইএমজিএস এর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি, বৃত্তি সুবিধা এবং ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেধার ভিত্তিতে একশত ভাগ (১০০%) পর্যন্ত বৃত্তি দেবে বলে জানান তারা। শিক্ষা মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

Exit mobile version