TechJano

আগামী সপ্তাহে আসছে রিয়েলমি নারজো১০ ও নারজো ১০এ

২০২০ সালে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে রিয়েলমি। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৬ ও রিয়েলমি ৬ প্রো। চলতি মাসেই আরও দুটি স্মার্টফোন নিয়ে আসছে চিনের কোম্পানিটি। ২৬ মার্চ লঞ্চ হবে রিয়েলমি নারজো১০ ও নারজো ১০এ। এই দুটি ফোনেই ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

২৬ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইতিমধ্যেই একটি প্রোমোশনাল ওয়েবপেজ তৈরি করেছে চিনের কোম্পানিটি। ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গেই এই ফোনে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকতে পারে। যদিও নতুন ফোনগুলি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি রিয়েলমি।

সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল রিয়েলমি৬ আই। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে নারজো১০ লঞ্চ করতে পারে রিয়েলমি।

এছাড়াও কয়েক মাস আগেই থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি৩। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে নারজো১০এ । আশা করা হচ্ছে লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে আরও নতুন তথ্য প্রকাশ করবে রিয়েলমি।

Exit mobile version