ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে এটিএম বুথ স্থাপন করেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ আনুষ্ঠানিকভাবে এই এটিএম বুথের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, হেড অব কমিউনিকেশন এন্ড এক্সটার্নাল এ্যাপেয়ারস্ জিয়াউল করিমসহ ইস্টার্ন ব্যাংক ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।