TechJano

আজ থেকে বন্ধ হচ্ছে গুগল প্লাস পোস্ট, ২ এপ্রিল বন্ধ গুগল প্লাস

গুগল প্লাস ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ব্যবহারকারীরা ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে আর নতুন কোনো প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না।

তবে গুগল প্লাস বন্ধ হয়ে গেলেও গুগল ফটোতে ব্যাকআপ হিসেবে রাখা ছবি ও ভিডিও মুছে যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১১ সালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিপক্ষ হিসেবে গুগল প্লাসের যাত্রা শুরু হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে মাধ্যমটি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়।

নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারণে গত বছর ৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেলে গুগল প্লাস বন্ধ করে দেয়ার কার্যক্রম আরো জোরদার হয়।

Exit mobile version