ইভেন্ট

আজ সরাসরি দেখা যাবে আইফোনের ইভেন্ট

By Baadshah

September 12, 2018

আর মাত্র দেড় ঘণ্টা পরেই শুরু হবে অ্যাপলের ইভেন্ট। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে উন্মোচন করা হবে আইফোনসহ নানা ধরণের অ্যাপল ডিভাইস। প্রযুক্তি বিশ্ব মুখিয়ে আছে অ্যাপলের ইভেন্টের দিকে।

নানা প্রত্যাশা ও প্রাপ্তির এই সম্মেলনটি দেখার জন্য বিশ্বব্যাপী অ্যাপল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।এই অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। সম্মেলনটি লাইভ স্ট্রিমিং লিংকে গিয়ে সরাসরি দেখা যাবে। তবে এই প্রক্রিয়ায় রয়েছে কিছু বাধ্যবাধকতা। ম্যাক, আইফোন, আইপ্যাড ও আইপড ব্যবহারকারীরা সরাসরি বিল্ট ইন সাফারি ব্রাউজার ব্যবহার করে লাইভ স্ট্রিমিং দেখে নিতে পারবেন।

ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে আইওএস ১০ অথবা ম্যাকওএস সিয়েরা থাকতে হবে। এছাড়া, উইন্ডোজ ১০ সংস্করণে মাইক্রোসফট এজ ও দ্বিতীয়/তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভিতে দেখা যাবে লাইভ ইভেন্টটি।

ধারণা করা হচ্ছে, নতুন আইফোন, ম্যাকবুক প্রো, অ্যাপল ওয়াচ, এয়ারপডস, স্মার্ট স্পিকারসহ নানা পণ্যের ঘোষণা দেবে অ্যাপল। অ্যাপল কী কী পণ্য উন্মোচন করতে পারে তা বিস্তারিত জানা যাবে।