TechJano

আট হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে গুগল!

ভুয়া সংবাদ থেকে সাংবাদিকদের দূরে রাখতে উদ্যোগ নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। আগামী এক বছরে ইংরেজিসহ ছয়টি ভারতীয় ভাষায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে গুগল ইন্ডিয়া। প্রায় আট হাজার সাংবাদিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে। গুগল ইন্ডিয়া জানায়, আট হাজার সাংবাদিককে ইংরেজিসহ আরো ছয়টি ভাষায় প্রশিক্ষণ দেয়া হবে। অন্য ভাষাগুলো হলো— হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, মারাঠি ও কান্নাদা। ভারতজুড়ে আগামী এক বছর এ প্রকল্প বাস্তবায়ন করবে গুগল। গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

এর মধ্যে প্রথমে ২০০ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পর তাদের মেন্টর হিসেবে কাজ করাবে প্রতিষ্ঠানটি। এরপর তারা বাকিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে সংবাদকর্মীরা কোনটা ভুয়া এবং কোনটা প্রকৃত খবর তা সহজেই চিনতে পারবেন। গুগল বলছে, তারা প্রশিক্ষণের মাধ্যমে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে ভুয়া খবর ঠেকাবে।

গুগল নেটওয়ার্ক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সাংবাদিকরা এই প্রশিক্ষণ নেওয়ার পর তা অন্যান্য সাংবাদিকদেরও শেখাবেন। দু’‌দিন, একদিন এবং অর্ধদিবস সেই প্রশিক্ষণ দেবেন সাংবাদিকরা। ফলে তারা কতটা শিখেছেন তাও ঝালিয়ে নেওয়া যাবে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, মারাঠী এবং কন্নড় ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মূল ফোকাস হবে ফ্যাক্ট চেকিং, অনলাইন ভেরিফিকেশন, এবং সাংবাদিকদের জন্য ডিজিটাল হাইজিন। এই প্রশিক্ষণ দেওযার জন্য বিশেষজ্ঞরা থাকবেন। যারা সাংবাদিকদের ফার্স্ট ড্রাফট, স্টোরিফুল, অল্ট নিউজ, বুম লাইভ, ফ্যাক্ট চেকার এবং ডাটা লিডস সম্পর্কে প্রশিক্ষণ দেবেন।

গুগল নিউজ ল্যাবের প্রধান এরিনে জায় লিউ বলেন, ‘‌ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে সাংবাদিকদের এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার জন্য ইন্টারনিউজ, ডাটা লিডস এবং বুম লাইভের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। আমাদের লক্ষ্য ২০০ জন প্রশিক্ষক তৈরি করা। যাঁরা আট হাজার সাংবাদিকদের প্রশিক্ষণ দেবেন।’‌ ‌‌

Exit mobile version