দেশ

আত্মাবিশ্বাস প্রয়োজন ভাল উদ্যোক্তা হওয়ার জন্য: মোস্তাফা জব্বার

By Baadshah

September 19, 2020

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একজন ভাল উদ্যোক্তা হওয়ার জন্য গভীর আত্মবিশ্বাসের সাথে নিজের প্রচেষ্টাই যথেষ্ট।তিনি তরুণদেরকে চাকুরীর পেছনে না ঘুরে বরং ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে চাকুরি দাতা হিসেবে নিজেদের নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী আজ শুক্রবার কক্সবাজারে ডিজিটাল প্লাটফর্ম এ কক্সবাজার ইয়থ এন্টারপ্রিনিয়ার্স ক্লাব আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল প্রযুক্তিখাতে নিজের জীবনের ৩৩ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন,নিজে কিছু করে নিজের উদ্যোগকে কাজে লাগানো চাকুরির চেয়ে অনেকটা বেশী চ্যালেঞ্জিং। চাকুরিতে ঝুকি নেই কিন্তু উদ্যোক্তা হতে ঝুকি আছে। সকল ঝুকি অতিক্রম সফল উদ্যোক্তা হওয়া কঠিন কিছু নয়।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজার চেম্বার প্রেসিডেন্ট আবু মোরশেদ, নারী উদ্যোক্তা জাহানারা ইসলাম এবং কক্সবাজারে ইয়ুথ এন্টারপ্রিনিয়ার্স ক্লাবের আহ্বায়ক রিয়াজ উল্লাহ বক্তৃতা করেন।