ইভেন্ট

আন্তঃ পলিটেকনিক প্রোগ্রামিং প্রতিযোগিতা অনলাইন হ‌চ্ছে

By Baadshah

July 08, 2020

১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের তরুণদের বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার জন্য আহ্বান জানানো এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।

এ বছর কোভিড–১৯ মহামারির কারণে বিশ্ব যুব দক্ষতা দিবস লকডাউনের মধ্যেই পালিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং এনাবিলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অব বাংলাদেশ ফর ২০৩০ (ইএসডিজি ফর বিডি) প্রকল্প যৌথভাবে অনলাইন আন্তঃ পলিটেকনিক প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ প্রতিযোগিতার পাশাপাশি টিভিইটি সাফল্যের গল্পের সেশন, টিভিইটি গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক সুযোগের উপর ওয়েবিনার এবং টিভিইটি শিক্ষার্থীদের নিয়ে বুটক্যাম্পের আয়োজনও থাকছে।