ইভেন্ট

আন্ত:বিশ্ববিদ্যালয় গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

By Baadshah

January 29, 2018

প্রোগ্রামিং ব্যাপারটা কেবল ছেলেদের একচেটিয়া নয়। বরং প্রোগ্রামিং-এর সূচনা এডা লাভলেসের হাত ধরে এবং মেয়েরা প্রোগ্রামিং-এ বিশ্বজয়ও করতে পারে। আর এ জন্য দরকার একাগ্রতা, অনুশীলণ ও ভুল করার স্বাধীনতা।বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেয়েদের জন্য দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার নানান অধিবেশনে এই অভিমত উঠে এসেছে।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৫৩টি বিশ্ববিদ্যালয়ের ৬৫টি দল অংশ নেয়। এর আগে ১২ জানুয়ারি বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৪৩ টিদল।

প্রতিযোগিতায় ৯টি সমস্যার মধ্যে ৬টি সমস্যার সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাকইউ_কোডফেইরিস দল।দ্বিতীয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউ_এক্সেপ্টেড এবং তৃতীয় হয়েছে ইষ্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইইউপ্রাইও রিইন কান টেটাম।