অনলাইন কোর্স

আপওয়ার্কে ফ্রিল্যান্সিং বিষয়ে যেগুলোর চাহিদা বেশি

By Baadshah

February 14, 2019

ফ্রিল্যান্সিং ক্ষেত্রে সবচেয়ে চাহিদা এখন হ্যাডুপের। এ ছাড়া অ্যাপ ও সাইবারখাতে দক্ষদের চাহিদাও আছে। বিশ্বের বৃহত্তম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপওয়ার্ক এখনকার সবচেয়ে জরুরি দক্ষতাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।

দেখে নিন ২০টি দক্ষতার সেই তালিকা:

১. হ্যাডুপ ২. ড্রপবক্স এপিআই ৩. জেনেটিক অ্যালগরিদম ৪. মাইক্রোবায়োলজি ৫. কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক ৬. সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল (সিআইএসএসপি) ৭. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ৮. ইন্টারকম ৯. ইন্টারঅ্যাকটিভ অ্যাডভারটাইজিং ১০. ইনভিশন ১১. এমপ্লয়ি ট্রেইনিং ১২. কিউবারনেটেস ১৩. ওঅথ ১৪. অটোডেস্ক রেভিট ১৫. অ্যাপ স্টোর অপটিমাইজেশন ১৬. অ্যাপ ইউজাবিলিটি অ্যানালাইসিস ১৭. ভুজেএস ফ্রেমওয়ার্ক ১৮. লার্নিং ম্যানেজমেন্ট সলিউশন (এলএমএস) কনসাল্টিং ১৯. থ্রিডি স্ক্যানিং ২০. রিঅ্যাক্ট ডট জেএস ফ্রেমওয়ার্ক

যাঁরা ওয়েব ডিজাইনার তারা ভু জেএস শিখতে পারেন। এ ছাড়া অ্যাপ স্টোর অপটিমাইজেশন, ইন্টারঅ্যাকটিভ অ্যাডভারটাইজিংয়র মতো বিষয়গুলো শিখতে পারেন।